ঢাকার উত্তরা মাইলস্টোন কলেজ মাঠে ২১ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়। এই মর্মান্তিক ঘটনায় স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীসহ বেশ কয়েকজন হতাহত হন। দুর্ঘটনার ভয়াবহতায় গোটা দেশ শোকাহত।
এই ঘটনার প্রেক্ষিতে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক আয়োজিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত।
দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় ২২ জুলাই ২০২৫ তারিখে, রোজ সোমবার, জোহরের নামাজের পর, পল্লী বিদ্যুৎ সমিতির কুড়িগ্রাম অফিস মসজিদে।
দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। উপস্থিত ছিলেন সমিতির কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
আয়োজনে:
ত্রি-স্কপ, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি।
এই আয়োজনে সমবেদনা জানিয়ে বলা হয়, “দেশের যেকোনো দুর্যোগে আমরা একতাবদ্ধ। মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা এই দোয়া ও মোনাজাতের আয়োজন করেছি।”

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for comments
PBSCOP Admin Panel