ঢাকার উত্তরা মাইলস্টোন কলেজ মাঠে ২১ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়। এই মর্মান্তিক ঘটনায় স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীসহ বেশ কয়েকজন হতাহত হন। দুর্ঘটনার ভয়াবহতায় গোটা দেশ শোকাহত। এই ঘটনার প্রেক্ষিতে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক আয়োজিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় ২২ জুলাই ২০২৫ তারিখে, রোজ সোমবার, জোহরের নামাজের পর, পল্লী বিদ্যুৎ সমিতির কুড়িগ্রাম অফিস মসজিদে। দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। উপস্থিত ছিলেন সমিতির কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। আয়োজনে: ত্রি-স্কপ, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি। এই আয়োজনে সমবেদনা জানিয়ে বলা হয়, “দেশের যেকোনো দুর্যোগে আমরা একতাবদ্ধ। মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা এই দোয়া ও মোনাজাতের আয়োজন করেছি।”
পল্লীবিদ্যুৎ সমিতির কল্যাণ পরিষদ শুধু বিদ্যুৎ বিভাগের খবরই প্রচার করে না, আমরা কথা বলি সমাজে সকল প্রকার অব্যবস্থাপনা, অবিচার আর অবহেলার বিরুদ্ধে। আমাদের মূল লক্ষ্য সত্য তুলে ধরা, জনগণকে সচেতন করা এবং ন্যায়ের পক্ষে পরিবর্তনের জন্য সোচ্চার হওয়া।