আবারও নতুন কমিটি গঠন: পল্লী বিদ্যুৎ বোর্ড ও সমিতির দ্বন্দ্বে সমাধানের পথে সময়ক্ষেপণ নাকি ফলপ্রসূ উদ্যোগ?
এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত: পল্লী বিদ্যুৎ বোর্ড (REB) এবং বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির (PBS) মধ্যে চলমান সংঘাত, প্রশাসনিক জটিলতা এবং আস্থার সংকট দীর্ঘদিনের। ইতিপূর্বে এই সংকট নিরসনে একাধিক উচ্চ পর্যায়ের তদন্ত ও সুপারিশ কমিটি গঠিত হয়েছে। এসব কমিটি বহু গুরুত্বপূর্ণ সুপারিশ পেশ করেছে, যার মধ্যে মাঠ পর্যায়ের বাস্তবতা, জনবল কাঠামো, নিয়োগবিধি সংস্কার, হিসাবযোগ্যতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয় ছিল মুখ্য। তবে সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ বিভাগ আবারও সক্রিয়ভাবে মাঠে নেমেছে। কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়, মতামত গ্রহণ এবং নতুন করে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট মহলে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। এই নতুন কমিটি গঠনের উদ্দেশ্য আসলে কী? ১. পূর্ববর্তী সুপারিশগুলোর বাস্তবায়ন না হওয়ার ব্যর্থতা ঢাকতে নতুন প্রচেষ্টা? ২. মাঠ পর্যায়ে বর্তমান বাস্তবতা যাচাইয়ের মাধ্যমে পূর্ববর্তী সুপারিশসমূহ হালনাগাদ করা? ৩. সমস্যার মূলে পৌঁছে দীর্ঘমেয়াদি কাঠামোগত সমাধান খুঁজে বের করা? ৪. নাকি আবারও সময়ক্ষেপণ করে সমস্যাকে ঝুলিয়ে রাখার কৌশল মাত্র? সমস্যা নিরসনে দীর্ঘসূত্রতা এবং এর ফলা...