সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

লাইনম্যানের মৃত্যু লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতিতে আবারো মর্মান্তিক দুর্ঘটনা

  ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি আবারও শোকের ছায়ায় আচ্ছন্ন। মঙ্গলবার (৬ আগস্ট ২০২৫ ইং) দুপুর আনুমানিক ২:৪৫ মিনিটে বিদ্যুৎ মেরামতের কাজ করতে গিয়ে প্রাণ হারালেন সমিতির লাইন টেকনিশিয়ান মোঃ আলাউদ্দিন। স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত এলাকায় বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান, মোঃ আলাউদ্দিন ছিলেন অত্যন্ত আন্তরিক, পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মী। তিনি বহু বছর ধরে পল্লী বিদ্যুৎ সমিতিতে নিষ্ঠার সাথে কাজ করে আসছিলেন। তাঁর মৃত্যুতে সমিতির সহকর্মী, কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, "এটি আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। মোঃ আলাউদ্দিন ছিলেন কর্মঠ ও অভিজ্ঞ টেকনিশিয়ান। আমরা শোকাহত পরিবারের পাশে আছি এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবো।" এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে বিদ্যুৎ খাতে সুরক্ষা নীতিমালা আরও কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন সহকর্মীরা...